গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে নাশকতা, সড়ক অবরোধ ও পুলিশের ওপর হামলার অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনী।
বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে সদর উপজেলার কংশুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গোপালগঞ্জে সেনাবাহিনীর ক্যাম্প সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সূত্র জানায়, এনসিপির পদযাত্রা ঘিরে ওই এলাকায় সরকারদলীয় সংগঠনের নেতাকর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনায় জড়ো হচ্ছিলেন। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালান এবং ৭ জনকে হেফাজতে নেন।
তবে এখনো পর্যন্ত আটককৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
এসএকে/