বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’ বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে

ভাঙ্গায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সামাজিক সমস্যা নিরসনে আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মো. সাখাওয়াত হোসেন (ফরিদপুর প্রতিনিধি)

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসন শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) দুপুরে ভাঙ্গা উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের হল রুমে ইসলামিক ফাউন্ডেশন ভাঙ্গা উপজেলার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের ফরিদপুর জেলার উপ-পরিচালক মো. ইয়াসিন মোল্যা এবং সঞ্চালনায় ছিলেন ফিল্ড সুপারভাইজার এইচ এম রুহুল আমিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন, জেলা ফিল্ড অফিসার মো. রাসেল, মাস্টার ট্রেইনার মাওলানা রুহুল আমিন রহমানী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ফরিদপুর জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. আশরাফ।

অন্যান্য অংশগ্রহণকারীরা ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের ভাঙ্গা উপজেলার মাওলানা ফরহাদ হোসেন, মাওলানা আইয়ুব আলী, মাওলানা কিবরিয়া মুন্সি, হাফেজ মাওলানা মো. সাখাওয়াত হোসেন, মাওলানা তৌকির আহমেদ, মুফতি মোকাররম হুসাইন, মাওলানা আলী হায়দার, হাফেজ মাওলানা আব্দুস সালাম, মাওলানা মাহমুদুল হাসান মুস্তাকিনসহ স্থানীয় আলেম-ওলামা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, সমাজে চলমান নানা সমস্যার সমাধানে সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। ইমাম ও আলেম সমাজ এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারেন।

সভায় প্রধান অতিথি মো. ইয়াসিন মোল্যা ইমামদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "প্রতিটি জুমার খুতবায় সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক শৃঙ্খলা ও সন্ত্রাসবিরোধী বার্তা তুলে ধরুন। মুসল্লিদেরকে আযানের সঙ্গে সঙ্গে মসজিদে আসার বিষয়ে উৎসাহ দিন।"

তিনি আরও বলেন, "শিশুদের ফজরের পর কুরআন শিক্ষার জন্য মক্তবে পাঠানো এবং সন্ধ্যার পরে তাদের বাইরে না থাকতে দেওয়ার বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে।"

সভাটি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে সমাজ উন্নয়নে ইসলামিক ফাউন্ডেশনের একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ