কুষ্টিয়া-৩ (সদর) আসনে আলোচিত ইসলামি বক্তা মুফতি আমীর হামজাকে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।
রোববার (২৫ মে) শহরের আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে কুষ্টিয়া জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে তার নাম ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন।
মুফতি আমীর হামজা সম্পর্কে মোবারক হোসেন বলেন, ‘আমরা এই আসনে যে প্রার্থী (আমীর হামজা) দিয়েছি তিনি শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নন, তিনি আন্তর্জাতিকভাবে একজন পরিচিত প্রার্থী।’
এ সময় মোবারক হোসেন জানান, কুষ্টিয়া-৩ আসনের মধ্য দিয়ে ৩০০ আসনের বেশির ভাগ আসনের প্রার্থী ঘোষণা করেছে জামায়াত। তবে তারা সংস্কার ও বিচারপ্রক্রিয়ার অগ্রগতি ছাড়া কোনো নির্বাচন মানবেন না।
জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলমগীর বিশ্বাস ও অধ্যাপক খন্দকার এ কে এম আলী মহসীন। সমাবেশে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল গফুর, কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া শহর আমির এনামুল হক, ছাত্রশিবিরের শহর সভাপতি সেলিম রেজা, জেলা সভাপতি খাজা আহমেদ প্রমুখ।
প্রসঙ্গত, আলোচিত বক্তা আমীর হামজা দেশে-বিদেশে পরিচিত। বিভিন্ন সময় বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত ও সমালোচিত হন তিনি। জামায়াত সমর্থিত এই বক্তা আওয়ামী লীগ শাসনামলে দীর্ঘদিন কারাভোগও করেন।
এসএকে/