বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’  অবিলম্বে জুলাই সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে: খেলাফত মজলিস আবারও আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড গণতন্ত্র রক্ষায় প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে: অ্যাটর্নি জেনারেল যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশােদ্ভূত বিচারপতি হলেন সোমা সাইদ ধূমপায়ীরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে পারবেন না ইসরায়েলের অস্ত্রের চালান আটক বেলজিয়ামের হাতে যমুনায় জামায়াতসহ ইসলামি ৮ দলের প্রতিনিধিরা

ঝিনাইদহে মাদ্রাসা শিক্ষকদের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খালিদ হাসান বিন শহীদ, ঝিনাইদহ 

ধর্ম মন্ত্রনালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা পরিচালনা ও সু-সংহত করণ প্রকল্প (২য় পর্যায়) দ্রুত অনুমোদন ও আসন্ন ঈদুল আযহার পূর্বে জানুয়ারি ২০২৫ হতে বকেয়া বেতন ও বোনাস প্রদানসহ ৪ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি ও ঝিনাইদহ জেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি ঝিনাইদহ জেলা শাখা।

রোববার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক আব্দুল আওয়াল এর হাতে স্বারকলিপি প্রদান করেন তারা। এসময় উপস্থিত ছিলেন দারুল আরকাম শিক্ষক কল্যান সিমিতি ঝিনাইদহ জেলা সভাপতি মাওলানা গাজী ইয়াছিন আলী, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আশরাফুজ্জামান, সহ-সভাপতি মুফতি ইদ্রীস আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াস হুসাইন, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা নজরুল ইসলামসহ জেলা শিক্ষক, শিক্ষিকা ও সহায়ক কর্মীবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষাক শিক্ষিকরা বেতন ভাতা বঞ্চিত হওয়ায় দুর্বিষহ জীবন-যাপন করছে।  
বিগত ঈদুল ফিতরে তারা বেতন বোনাস না পাওয়ায় ঈদের সেমাই চিনি পর্যন্ত কিনতে পারেনি।
এসময় তারা ২য় পর্যায়ের দ্রুত অনুমোদন ও আসন্ন ঈদুল আযহার পূর্বে বকেয়া বেতন-ভাতা দাবি করেন।

উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশনের অধীনে সারা দেশে ১ হাজার ১০টি দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার শিক্ষক-শিক্ষিকা ও অফিস সহায়ক কর্মচারীরা দীর্ঘ ৫ মাস যাতব বেতন ভাতা বোনাস পাচ্ছে না। এসব শিক্ষাক শিক্ষিকরা বেতন ভাতা বঞ্চিত হওয়ায় দুর্বিষহ জীবন-যাপন করছে। এতে মাদরাসা শিক্ষা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। দ্বিতীয় পর্বের প্রকল্প পাশ না হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ২০২০ সালে প্রকল্পে কর্মরত শিক্ষক-শিক্ষিকাগণের বেতন বোনাসসহ এক বছরের পাওনাদি পরিশোধ করা হয়নি। যথাসময়ে প্রকল্প অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠাতে গড়িমসির দরুণ প্রকল্প পাশ হয়নি বলে অভিযোগ উঠেছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ