বৃহত্তর ময়মনসিংহের আলেম-উলামার সর্ববৃহৎ প্লাটফর্ম ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর পক্ষ থেকে নিজস্ব জায়গা কেনা হয়েছে। রোববার (২৫ মে) আনুষ্ঠানিকভাবে সেই জায়গার দলিল সই হয়।
দলিল সইয়ের সময় মাওলানা খালিদ সাইফুল্লাহ সাদী, মাওলানা প্রফেসর মুহিব্বুল্লাহ, মাওলানা মুহাম্মদ, মাওলানা আমীর ইবনে আহমদ, মাওলানা মানাযির আহসান তাবশির, মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা আব্দুল হাকিমসহ ইত্তেফাকুল উলামার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দায়িত্বশীলরা জানান, ময়মনসিংহ সিটি করপোরেশনভুক্ত তালতলা এলাকায় প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে জায়গাটি কেনা হয়েছে। সেখানে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় করা হবে।
ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী ময়মনসিংহ অঞ্চলের আলেমদের অভিভাবকতুল্য সংগঠন। আলেম-উলামার সমৃদ্ধি এবং দীনের প্রয়োজনীয় বিভিন্ন খেদমত এই সংগঠন থেকে আঞ্জাম দেওয়া হয়। বৃহত্তর ময়মনসিংহের মূলধারার প্রায় সব আলেমই এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত।
এসএকে/