শনিবার, ২৪ মে ২০২৫ ।। ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ২৬ জিলকদ ১৪৪৬


ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খালিদ হাসান বিন শহীদ, ঝিনাইদহ 

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রজব আলী (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার পাতিলা গ্রামে এই ঘটনা ঘটে। মৃত রজব আলী ওই গ্রামের মৃত সুলতান আলীর ছেলে।

স্বজনরা জানায়, শনিবার সকালে রজব আলী বাড়ির পাশের প্রতিবেশী সফিকুল ইসলামের বাড়িতে মাটি কাটার কাজ করছিলেন। সকাল ১১টার দিকে কাজের ফাঁকে কিছুক্ষণ বিশ্রাম নিতে নিজের ঘরের ভেতরে যান।

বৈদ্যুতিক ফ্যানের পাশে বসে থাকার অবস্থায় অসাবধানতাবশত ফ্যানে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। 

পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ