শনিবার, ২৪ মে ২০২৫ ।। ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ২৬ জিলকদ ১৪৪৬


নেত্রকোণায় হেফাজতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় ঘোষণার অংশ হিসেবে হেফাজতে ইসলাম নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে আজ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৩ মে আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি হেফাজত চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিল পূর্ববর্তী ও পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা মাজহারুল ইসলাম ও মাওলানা আবু সায়েম খান।

সমাবেশে বক্তব্য রাখেন—মুফতী তাহের কাসেমী, ক্বারী মাওলানা ইউনুছ, মাওলানা মফিজুর রহমান, মাওলানা আতাউর রহমান, মাওলানা আসআদুর রহমান আকন্দ, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মামুনুর রাশীদ, মাওলানা জাহিদুল ইসলাম ছালেহ, মাওলানা খুবাইব কাসেমী, মাওলানা জাকারিয়া আকন্দসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “হে অন্তর্বর্তীকালীন সরকার! হেফাজতের দাবিসমূহ মেনে নিন, অন্যথায় আন্দোলন আরও কঠোর হবে ইনশাআল্লাহ।” তারা আরও বলেন, “বাংলাদেশে কুরআন-সুন্নাহ বিরোধী কোনো আইন হবেনা এবং হতে দেওয়া হবে না। হেফাজত নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারেরও দাবি জানান বক্তারা।”

সমাবেশ শেষে আহ্বায়ক কমিটির সভাপতি মাওলানা আবুল কাসেমের পরিচালনায় মুনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ