বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’  অবিলম্বে জুলাই সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে: খেলাফত মজলিস আবারও আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড গণতন্ত্র রক্ষায় প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে: অ্যাটর্নি জেনারেল যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশােদ্ভূত বিচারপতি হলেন সোমা সাইদ ধূমপায়ীরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে পারবেন না ইসরায়েলের অস্ত্রের চালান আটক বেলজিয়ামের হাতে যমুনায় জামায়াতসহ ইসলামি ৮ দলের প্রতিনিধিরা

কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের সংবর্ধনা ও যোগদান অনুষ্ঠান 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিস কচুয়া উপজেলা শাখার উদ্যোগে আজ শুক্রবার (২৩ মে) এক সংবর্ধনা ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ বলেন, আমিরে খেলাফত আল্লামা মামুনুল হকের নেতৃত্বে বাংলাদেশ খেলাফত মজলিসের সকল নেতা-কর্মী দেশ, ইসলাম ও জনগণের স্বার্থ রক্ষার্থে জীবন দিতেও প্রস্তুত।

তিনি বলেন, গত ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে জনগণ অন্যায়-জুলুম ও ধর্মীয় মূল্যবোধের ওপর আগ্রাসনের শিকার হয়েছে।

তিনি বলেন,  ফ্যাসিবাদী সরকারকে দেশত্যাগে বাধ্য করেছে দেশের ঈমানদার জনতা। বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারও যদি জনগণের আকাঙ্ক্ষা ও ইসলামপ্রীয় জনতার বিশ্বাসকে উপেক্ষা করে দেশ, দ্বীনের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে—মানবিক করিডোর, সেন্টমার্টিন ও বন্দর বন্ধক রাখার চক্রান্ত অথবা সমকামিতাকে মানবাধিকারের নামে প্রমোট করার অপচেষ্টা চালায়, তবে তাদেরও অতীত সরকারের মতো পরিণতির মুখোমুখি হতে হবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, বর্তমান সংকট মোকাবেলায় জাতীয় ঐক্য অপরিহার্য।  বাংলাদেশ খেলাফত মজলিস দেশের অগ্রগতি ও ইসলামী মূল্যবোধ রক্ষার জন্য সবসময় প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, চাঁদপুর জেলা সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা লিয়াকত হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি ও চাঁদপুর-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মুফতি আনিসুর রহমান, ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মাওলানা নেয়ামুতুল্লাহ আমীন,  চাঁদপুর জেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।
অনুষ্ঠান শেষে নতুন যোগদানকারী নেতৃবৃন্দকে আনুষ্ঠানিকভাবে সংগঠনে বরণ করে নেওয়া হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ