রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :

নবাবগঞ্জে ৭০০শ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দিনাজপুরের নবাবগঞ্জে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে নেশাজাতীয়  ৭০০শ পিস ট্যাপেনটাডল  ট্যাবলেটসহ জামাল হোসেন(৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার  (১৫ মে)  রাত সাড়ে ৮ টায় উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের দিঘীরত্না গ্রামে অভিযান চালিয়ে জামাল হোসেনকে তার নিজ বাড়ির সামনে  থেকে গ্রেফতার করে পুলিশ। জামাল হোসেন(৩৮) দিঘীরত্না গ্রামের আনছার আলীর ছেলে।

পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে  নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্ত্বে নবাবগঞ্জ থানার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভাদুরিয়া ইউনিয়নের দিঘীরত্না গ্রামে অভিযান পরিচালনা করে জামাল হোসেনকে (৩৮) তার নিজ বাড়ীর প্রবেশ গেটের সামনে রাস্তার উপর থেকে ৭০০শ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেনটাডল ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান, জামাল হোসেন (৩৮)একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী , তিনি নিজ এলাকায় ইয়াবা,গাঁজা, হিরোইন, ট্যাপেনটাডল ও ফেনসিডিল সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে থাকেন। জামাল হোসেনের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় কয়েকটি মাদক মামলা রয়েছে ,তার বিরুদ্ধে  নবাবগঞ্জ থানায় মাদক মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েহয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ