মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

খতিব-ইমাম-মুয়াজ্জিনদের ভাতার খবর ভুয়া: ইফা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মসজিদ রেজিস্ট্রেশন ও খতিব-ইমাম-মুয়াজ্জিন ভাতাসংক্রান্ত খবরকে ভুয়া বলে জানিয়ে এ ব্যাপারে সবাইকে সতর্ক হতে বলেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

শুক্রবার (৯ মে) রাতে ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মর্মে সর্বসাধারণের অবগতির জন্য বিনীতভাবে জানানো যাচ্ছে যে, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সরকারিভাবে মসজিদ রেজিস্ট্রেশন কিংবা খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের ভাতা প্রদানের বিষয়ে বর্তমানে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।

সম্প্রতি একটি অসাধু স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে, যার মাধ্যমে তারা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে নিজেদের হীন স্বার্থ হাসিলের অপচেষ্টা চালাচ্ছে।

এ বিষয়ে সম্মানিত খতিব-ইমাম, আলেম-ওলামা, সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। সেইসঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের পরিচালকবৃন্দ এবং জেলা কার্যালয়ের উপপরিচালকবৃন্দকে সংশ্লিষ্ট এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

অতএব, এ ধরনের গুজবে কান না দিয়ে যাচাই-বাছাই করে দায়িত্বশীল আচরণ করার জন্য সকলকে বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ