রংপুর জেলার গঙ্গাচড়ায় যৌতুকবিহীন বিবাহের মতো মহৎ উদ্যোগে অংশগ্রহণ করায় ২০ নবদম্পতিকে সংবর্ধনা ও উপহার প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (৭ মে) বিকেলে গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা শাখার উদ্যোগে এবং গঙ্গাচড়া মানবকল্যাণ ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে এই অনু্ষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নবদম্পতিদের সম্মাননা হিসেবে উপহার হিসেবে দেওয়া হয় স্বর্ণালংকার, নগদ অর্থ, খাট, তোশক, বালিশ, কম্বল, আলমারিসহ প্রয়োজনীয় ঘরোয়া আসবাবপত্র।
আয়োজকরা জানান, যৌতুকপ্রথা বন্ধে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, অন্যান্য সংগঠন ও পরিবারগুলোর জন্য এটি একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে।
এমএইচ/