বরিশাল নগরীর খাজা মইনুদ্দিন মাদরাসার ছাদ থেকে পড়ে ছাত্র শেখ রাফির (১২) মারা গেছেন। রোববার (৪ মে) দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত ১ মে ওই মাদরাসার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন রাফি।
নিহত রাফির মামা মনিরুল ইসলাম বলেন, ১ মে মাদরাসার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয় রাফি। প্রথমে তাকে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে পরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাফি মারা যায়।
নিহতের পরিবারের দাবি, মাদরাসার ছাদে কোনো প্রকার নিরাপত্তা বেষ্টনি ছিল না। তাছাড়া শিশুরা যাতে অবাধে ছাদে যেতে না পারে তা ঠেকাতেও কোনো তদারকি না থাকায় এ ঘটনা ঘটেছে।
খাজা মইনুদ্দিন মাদরাসার অধ্যক্ষ হালিম হুজুর বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও অত্যন্ত দুঃখজনক। আমরা তাৎক্ষণিকভাবে শিশুটির চিকিৎসা নিশ্চিত করেছি। পরিবারকে সর্বাত্মক সহযোগিতা দিয়েছি।
এমএইচ/