দেশের আরবি ভাষা ও সাহিত্যের কিংবদন্তি, শীর্ষ আলেম, চট্টগ্রাম দারুল মা-আরিফ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আমিরে হেফাজত বলেন, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাত ১টার দিকে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদেরকে শোকের সাগরে ভাসিয়ে বিদায় নেন আল্লামা সুলতান যওক নদভী।
তিনি বলেন, আল্লামা সুলতান যওক নদভী হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি, জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা মহাপরিচালক এবং বিশ্ব মুসলিম লিগের বাংলাদেশ শাখার প্রধান। আরবি ভাষায় দক্ষতা ও সাহিত্যে অবদানের জন্যে দেশে-বিদেশে তার ব্যাপক পরিচিতি রয়েছে।
এ ছাড়া তিনি ছিলেন একাধারে একজন খ্যাতনামা মুহাদ্দিস, আদিব, আরবি, উর্দু ও ফারসি তিন ভাষার কবি,মুহাক্কিক আলেম, আধ্যাত্মিক মুরুব্বি, হাজারো আলেম ওলামার উস্তাদ, আপামর তাওহীদি জনতার দ্বীনি রাহবার, ইসলামী লেখক,গবেষক ও চিন্তক। তিনি ছিলেন দেশের একটি রত্ন। তার ইন্তেকালে দেশের মানুষ আজ একজন দরদি রাহবার, শীর্ষস্থানীয় মুরব্বি হারালো।
তার ইন্তেকালে দেশের ইলমাকাশে যে শূন্যস্থান সৃষ্টি হয়েছে তা কখনো পূরণ হওয়ার নয়।
আমি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং দোয়া করছি যে, আল্লাহ তাআলা যেন তার সকল ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করেন।
এসএকে/