রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির

শাপলা শহীদের বাবার বক্তব্যের মাধ্যমে হেফাজতের মহাসমাবেশ উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর সোহরওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের যে মহাসমাবেশ চলছে সেটির উদ্বোধন হয়েছে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে শহীদ হওয়া একজনের বাবার বক্তব্যের মাধ্যমে।

শনিবার (৩ মে) সকাল ৯টায় শুরু হওয়া এই মহাসমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন শাপলা শহীদ মাওলানা ইউনুছ মোল্লা রহ.-এর বাবা মো. নাজিম উদ্দিন।

মহাসমাবেশ সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে শুরু হলেও ভোর থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে জনতার ঢল নামে। লাখো মানুষের উপস্থিতি সোহরাওয়ার্দী উদ্যান ছাপিয়ে আশপাশে ছড়িয়ে পড়েছে।

ফজরের নামাজের পর থেকেই আসতে শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা। সকাল ৮টার আগেই মূল সমাবেশস্থলে কয়েক হাজার হেফাজত নেতাকর্মী ও সমর্থকের সমাগম ঘটে৷ কেউ পায়ে হেঁটে, কেউবা গাড়িতে করে মহাসমাবেশে এসেছেন। সকাল থেকেই ছোট ছোট মিছিল জড়ো হয়েছেন সোহরাওয়ার্দী উদ্যানে। নির্ধারিত তিনটি পয়েন্ট ধরে ঢাকার বাইরে থেকে সমাবেশস্থলে এসেছেন তারা।

সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। প্রশাসন জানিয়েছে, শান্তিপূর্ণ সমাবেশের পরিবেশ নিশ্চিত করতে তারা সতর্ক রয়েছেন।

চার দফা দাবিতে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সেগুলো হলো-নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন-সুন্নাহবিরোধী প্রতিবেদনসহ কমিশন বাতিল, সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, ফ্যাসিবাদের আমলে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, শাপলা চত্বরে গণহত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা-নিপীড়ন বন্ধের দাবি।

মহাসমাবেশে সভাপতিত্বে করছেন হেফাজতের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ্ বাবুনগরী। দেশের শীর্ষ আলেমদের প্রায় সবাই উপস্থিত রয়েছেন মঞ্চে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ