মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ সফল করতে কক্সবাজার হেফাজতের জরুরি সভা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নারীবিষয়ক সংস্কার কমিশন কুরআন-সুন্নাহ বিরোধী যে প্রস্তাবনা পেশ করেছে, তা দেশের আপামর জনসাধারণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এ প্রস্তাবনা ও ইসলামবিদ্বেষী কমিশন বাতিলসহ বিভিন্ন দাবিতে আগামী ৩ মে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আহুত মহাসমাবেশে অংশগ্রহণ করা দেশপ্রেমিক তাওহিদী জনতার ঈমানী দায়িত্ব।

ঢাকায় মহাসমাবেশ সফল করতে হেফাজতে ইসলাম কক্সবাজার জেলা শাখার জরুরি সভা বুধবার (৩০ এপ্রিল) বিকাল ৩টায় লিংক রোড মাশরাফিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

জেলা আহবায়ক মাওলানা মুহাম্মদ মুসলিমের নির্দেশনায় সভায় সভাপতিত্ব করেন জেলা যুগ্ম আহবায়ক মাওলানা মোশতাক আহমদ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সদস্য সচিব মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব এবং সঞ্চালনা করেন জেলা সদস্য হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।

বক্তব্য রাখেন মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, মাওলানা আফসার উদ্দিন চৌধুরী, মাওলানা আবু মুসা, মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা আব্দুল গফফার, মাওলানা সাইফুল ইসলাম, মুফতি এমদাদুল্লাহ হাসান, মাওলানা মনজুরে ইলাহী, মাওলানা আব্দুর রহমান জিহাদী, মাওলানা সায়েম হোসেন চৌধুরী, কারী রুহুল কাদের, হাফেজ শওকত আলী, হাফেজ মুহাম্মদ সালেম, হাফিজ উদ্দিন, মাওলানা আতাউল্লাহ প্রমুখ। সভায় সিদ্ধান্ত হয়, কক্সবাজার থেকে একাধিক গাড়িযোগে সুশৃঙ্খলভাবে মহাসমাবেশে অংশগ্রহণ করা হবে। আগ্রহীদের জেলা সদস্য সচিব মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিবের সঙ্গে যোগাযোগ করে নাম তালিকাভুক্ত করতে বলা হয় এবং ২ মে (জুমাবার) মাগরিবের নামাজ শেষে সদর উপজেলা মডেল মসজিদে জমায়েতের আহবান জানানো হয়। সেখান থেকে গাড়িবহর ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবে ইনশাআল্লাহ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ