রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন

পরীক্ষা শেষে রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগ্রহিত

রাজধানীর উত্তরায় বিআরটিসি ট্রাকের ধাক্কায় নাঈম (১৭) নামে এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। রোববার (২৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উত্তরার আজমপুরে বিএনএস সেন্টারের সামনে রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে। পরে সহপাঠীরা নাঈমকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুপুর সোয়া ৩ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত নাঈমের সহপাঠী শ্রী পল্লব কুমার শীল বলেন, তারা উত্তর হাই স্কুলের শিক্ষার্থী। সেখান থেকে তারা এসএসসি পরীক্ষা দিচ্ছে। তাদের কেন্দ্র ছিল উত্তরা রাজউক স্কুল এন্ড কলেজে। নাঈম কমার্স বিভাগের ছাত্র ছিল। আজকে নাঈমের ব্যবসায়িক শিক্ষা পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে নাঈম বিএনএস সেন্টারের সামনে রাস্তা পার হচ্ছিল। এসময় ঢাকাগামী একটি বিআরটিসি ট্রাক নাঈমকে ধাক্কা দেয়। এতে নাঈম রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। দেখতে পেয়ে দ্রুত তাকে স্থানীয় উইমেন্স মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে মারা যায় নাঈম। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করলেও কৌশলে চালক পালিয়ে যান।

মুঠোফোনে নাঈমের মা মনোয়ারা বেগম জানান, তাদের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায়। বাবার নাম নজরুল ইসলাম। বর্তমানে উত্তরা ১৪নম্বর সেক্টর পাকুরিয়া এলাকায় থাকে। তার ছেলে উত্তরা হাইস্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ওই শিক্ষার্থীকে সহপাঠীরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ