মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মোহাজিরাবাদ গ্রামে বিয়ে-জন্মদিন বা অন্য কোনো অনুষ্ঠানে গান-বাজনা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কেউ গ্রামে গান-বাজনা করলে তাকে বিচারের আওতায় নিয়ে আসা হবে।
শনিবার (২৬এপ্রিল) দিবাগত রাতে উপজেলার মোহাজিরাবাদ গ্রামের পঞ্চায়েত কমিটি এ নিয়ম চালু করেন। জানা যায়, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উচ্চ সাউন্ডে গান বাজনা করার ফলে রোগী, বৃদ্ধ ও শিশুদের সমস্যা হয়। এ ছাড়া ইসলাম ধর্মে গান বাজনা নিষিদ্ধ উল্লেখ করে গ্রামের সভায় গান বাজনা না বাজানোর জন্য নির্দেশ দেওয়া হয়। তবে এই বিষয়ে গ্রামের হিন্দু ধর্মাবলম্বীদের কোন প্রতিক্রিয়া দেখা যায়নি।
মোহাজিরাবাদ গ্রামের তরুণ আলেম মাওলানা হেলাল বিন আব্দুল মালিক আওয়ার ইসলাম-কে বলেন, বেশির ভাগ ক্ষেত্রেই আমাদের গ্রামে দেখা যায় বড় বড় সাউন্ড বক্স বাজিয়ে মানুষ বিয়ে-জন্মদিন বা সুন্নতে খতনা অনুষ্ঠান পালন করে। যা সম্পূর্ণরূপে হারাম ও গর্হিত কাজ। এ থেকে পরিত্রাণ পাওয়া আবশ্যকীয়। আর সে লক্ষ্যে এলাকার পঞ্চায়েত কমিটি যে সিদ্ধান্ত নিয়েছেন, তা প্রশংসার দাবি রাখে। এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।
তিনি আরও বলেন, উচ্চ শব্দে সাউন্ড বাজিয়ে গান-বাজনায় হার্টের রোগী, বৃদ্ধ ও শিশুদের অনেক কষ্ট হয়। গ্রামের সম্মানিত মাতাব্বরদের নিয়ে সম্মিলিতভাবে অনুষ্ঠানে গান বাজনা নিষিদ্ধ বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। কেউ যদি না মানে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এটা শুধু মুসলিম পরিবারের জন্য কার্যকর হবে। আর এই গ্রামে বসবাসকারী হিন্দু ধর্মাবলম্বী ভাইদের জন্য এ বিষয়ে কিছু বলা হয়নি।
মোহাজিরাবাদ গ্রামের পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ আব্দুল আহাদের সভাপতিত্বে ও মোঃ আলী আমজাদের সঞ্চালনায় মুরব্বিদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ রমজান আলী, মোঃ ইউনুস খাঁ, মোঃ আব্দুল মালেকসহ আরও অনেকই।
আরএইচ/