জামিয়া মাদানিয়া বারিধারা থেকে সদ্য বিদায় নেওয়া প্রবীণ শায়খুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক জামিয়া ইসলামিয়া দারুল উলুম রামপুরা বনশ্রীর ১৪৪৬-৪৭ হিজরির সবক ইফতেতাহ করেছেন। তিনি এই মাদরাসারও শায়খুল হাদিস। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে মাওলানা উবায়দুল্লাহ ফারুক বুখারি শরিফের দরসের মাধ্যমে সবক ইফতেতাহ করেন।
এ সময় মাদরাসার মুহতামিম মাওলানা ইয়াহইয়া মাহমুদসহ আসাতিজায়ে কেরাম উপস্থিত ছিলেন। ইফতেতাহি দরসে মুখ্য আলোচক হিসেবে বয়ান করেন জামিয়া ইসলামিয়া দারুল উলুম রামপুরা বনশ্রীর সিনিয়র মুহাদ্দিস মকবুল হুসাইন ও মুফতি ইকবাল হুসাইন। প্রসঙ্গত, গত মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর বারিধারার ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়ার দীর্ঘকালের শায়খুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুককে প্রতিষ্ঠানটি থেকে বিদায় দেয় কর্তৃপক্ষ। পরে তিনি উত্তরার জামিয়াতুন নুর আল-কাসিমিয়্যায় শায়খুল হাদিস পদে নিয়োগ পেয়েছেন।
এছাড়াও তিনি জামিয়া সুবহানিয়া মাহমুদ নগর তুরাগ ঢাকা; জামিয়াতুল কুরআন ওয়াস সুন্নাহ, কেরানীগঞ্জ; জামিয়া ইসলামিয়া দারুল উলুম রামপুরা, বনশ্রী; জামিয়া আরাবিয়া হামিউস সুন্নাহ, বাউনিয়াবাঁধ; জামিয়া আরাবিয়া বাইতুস সালাম উত্তরা, ঢাকায় হাদিসের দরস দেবেন
এনএইচ/