শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

দুধকুমার নদে ডুবে প্রাণ গেল হাফেজ তাসিম বিল্লাহর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগ্রহিত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় দুধকুমার নদে গোসল করতে নেমে নিখোঁজের এক দিন পর মাদরাসাছাত্র হাফেজ মো. তাসিম বিল্লাহ সাজিমের (১৩) লাশ উদ্ধার করা হয়েছে। 
সোমবার (৭ এপ্রিল) বিকেলে তার লাশ ভেসে উঠতে দেখে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করে।
নিহত তাসিম বিল্লাহ সাজিম নাগেশ্বরী পৌরসভার পুরাতন বাজার এলাকার জাহাঙ্গীর আলম মতি সরকারের ছেলে। সে গত চার মাস আগে নাগেশ্বরী দারুল আবরার ক্যাডেট মাদরাসা থেকে হিফজ সম্পন্ন করেছে। 
স্থানীয়রা জানান, রোববার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চার বন্ধু মিলে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বড়মানী এলাকায় দুধকুমার নদের তীরে বেড়াতে যায়। পরে সাজিম ও তার এক বন্ধু নদীতে গোসল করতে নেমে সাঁতার কেটে নদী পার হয়। পরে ফেরার সময় মাঝ নদীতে ডুবে নিখোঁজ হয় সাজিম। এ সময় বাকিদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হতে থাকে এবং তাকে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়। ওইদিন বিকেলে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধারকাজ শুরু করলেও খুঁজে পায়নি। সোমবার তার মরদেহ নদীতে ভাসতে দেখে উদ্ধার করে।
নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, রোববার সন্ধ্যা পর্যন্ত উদ্ধারকাজ চালানো হয়। সোমবার পুনরায় উদ্ধারকাজ চলাকালে ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার ভাটিতে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ