শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মো. আল-আমিন (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সীমান্তের ওপারে বিএসএফের ছোড়া রাবার বুলেটে আহত হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আল-আমিন উপজেলার পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।

প্রাথমিকভাবে জানা গেছে, কসবার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে কয়েকজন বাংলাদেশিকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে বিএসএফ। এতে গুরুতর আহত হন আল-আমিন। পরে বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে নিজেদের হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। বর্তমানে তার লাশ বিএসএফের হেফাজতে রয়েছে। তবে কী কারণে গুলি চালানো হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন জানান, সীমান্তে বিএসএফের গুলিতে একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তবে ঘটনার বিস্তারিত জানা যায়নি। স্থানীয় প্রশাসন ও সীমান্ত রক্ষাকারী বাহিনী বিষয়টি নিয়ে তদন্ত করছে এবং লাশ ফিরিয়ে আনতে বিজিবি (বাংলাদেশ বর্ডার গার্ড) বিএসএফের সঙ্গে যোগাযোগ করছে।

সীমান্তে এ ধরনের হতাহতের ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্থানীয়রা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন। সরকারের পক্ষ থেকে এই ঘটনার যথাযথ তদন্ত ও কূটনৈতিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ