রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন ‘পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই’ ডাকসু-জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে, আশা জামায়াত আমিরের জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক  শিক্ষার্থীদের সততার চর্চা করতে হবে: ড. সালেহউদ্দিন আহমেদ অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিচ্ছে: তারেক রহমান

শাতেমে রাসুলের শাস্তির দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাতেমে রাসুল এবং ধর্ষণ, খুন, গুম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ডাকাতির প্রতিবাদে দৌলতখানে মানবন্ধন অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার (২৭ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকায় দৌলতখান বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জনসেবা যুব সংগঠনের সভাপতি আলী আজগর জিহাদের সভাপতিত্বে ও জনসেবা ব্লাড ডোনেশন এর সাধারণ সম্পাদক নোমান হোসাইন-এর সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উত্ত মানববন্ধনে কুরআন তেলাওয়াত করেন হাফেজ সাদ হুসাইন ও ইসলামী সংগীত পরিবেশন করেন সহসভাপতি আশরাফ বিন আনসার।

শাতেমে রাসুলের শাস্তির দাবিতে বক্তব্য প্রদান করেন হাফেজ শোয়াইব হাসান সোহাগ, যোবায়েরুল হক রবিউল ইসলাম, ইমরান হোসাইন,শরিফুল ইসলাম,এইচ এম আফনান সহ বিভিন্ন সংগঠনের দায়িত্বশীলবৃন্দ এবং তারা শাতেমে রাসুল ও ধর্ষণ, খুন, গুম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ডাকাতির কঠোর শাস্তির দাবি জানিয়ে বক্তব্য দিয়েছেন।

এছাড়া উক্ত মানববন্ধনে সভাপতি আলি আজগর তার বক্তব্যে বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি যদি তারা মানতে ব্যর্থ হয় তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এরপর তিনি উক্ত মানববন্ধনে স্মারকলিপি পাঠ করেন।প্রধান অতিথি ইকবাল হোসেন তার বক্তব্য বলেন, বাংলাদেশের মানুষ শান্তিকামী ও ইসলাম প্রেমিক এবং ধর্মীয় দিক থেকে কঠোর। তাই এরকম শাতেমে রাসুলকে দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে।

এনআরএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ