শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

শৈলকুপায় বাংলাদেশ খেলাফত মজলিসের উমেদপুর ইউনিয়ন কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোঃ আব্দুল আলিম (শৈলকুপা) ঝিনাইদহ:

শৈলকুপা উপজেলার বিষ্ণুদিয়া পূর্বপাড়া জামে মসজিদে আজ সোমবার যোহর নামাজের পরে বাংলাদেশ খেলাফত মজলিসের ১৩ নং উমেদপুর ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।  

কমিটির প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের ঝিনাইদহ জেলা সহ-সভাপতি মাওলানা শফিউদ্দিন। কমিটি প্রদান সংক্রান্ত আয়োজিত অনুষ্ঠান সঞ্চালনা করেন শৈলকুপা উপজেলা সভাপতি মাওলানা আলমগীর হোসেন। অনুষ্ঠানের সার্বিক বিষয় তত্ত্বাবধান করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান (লাল)। 

শৈলকুপা উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর  রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ কাজল শাহ, সহ-অফিস সম্পাদক জয়নাল আবেদিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল আলিম সহ প্রমুখ ব্যক্তিবর্গ উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন। 

আয়োজিত সম্মেলনে ১৩ নং উমেদপুর ইউনিয়ন সভাপতি হিসেবে দায়িত্ব অর্পণ করা হয় মোঃ মোস্তাকিম বিল্লাহ লিটনকে এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয় মোঃ সাহাবউদ্দীনকে। মোঃ ফারুক হোসেন, মোঃ শাহজাহান, মোঃ মিজানুর রহমান, মোঃ আকামত কাজী, মোঃ রজব কাজীকে সহ-সভাপতির দায়িত্ব প্রদান করা হয়। মোঃ পেন্টু বিশ্বাসকে সহ সাধারণ সম্পাদক, মোঃ উসমান আলীকে সাংগঠনিক সম্পাদক, মোঃ কবির কাজী ও মোঃ মোয়াজ্জেমকে সহ সাংগঠনিক সম্পাদক, মোঃ আমজাদ হোসেনকে বায়তুলমাল সম্পাদক, মোঃ মনোয়ার কাজীকে সহ-প্রশিক্ষণ সম্পাদক,  মোঃ শরিফুল ইসলামকে সমাজকল্যাণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয় উক্ত সম্মেলনে।

হাআমা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ