শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

‘রমজানে মূল্যবৃদ্ধি রোধে কঠোর অবস্থান প্রশাসনের’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেছেন, রমজান মাসে বাজারে কৃত্রিম সংকট বা সিন্ডিকেট তৈরির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

গতকাল রবিবার (২৩ফেব্রুয়ারি)  জেলা প্রশাসকের দরবার হলে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

জেলা প্রশাসক বলেন,‘আমি জরিমানার পক্ষে নই। যারা বেআইনিভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির চেষ্টা করবেন, তাদের সরাসরি জেলে পাঠানো হবে। তারা যে দলেরই হোক, আমি কোনো পক্ষপাত করবো না। যদি কেউ মনে করেন এটি হুমকি, তাহলে এটি হুমকিই।’

জেলা প্রশাসক আরও বলেন,‘ফ্যাসিস্ট সরকারের আমলে কে কী করেছে, তা জানার প্রয়োজন নেই। তবে বর্তমান সরকারের সময়ে কেউ সাধারণ মানুষকে জিম্মি করার চেষ্টা করলে, প্রশাসন আইনানুগ কঠোর ব্যবস্থা নেবে। ব্যবসায়ীদের যদি কোনো সমস্যা থাকে, তাহলে প্রশাসনের সঙ্গে আলোচনা করুন। আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো। তবে যদি কেউ কৃত্রিম সংকট তৈরি করে, তাহলে ছাড় দেওয়া হবে না।’

ভোজ্যতেলের প্রসঙ্গে তিনি বলেন,‘সরকার পর্যাপ্ত পরিমাণে ভোজ্যতেল আমদানি করেছে, যা শিগগিরই বাজারে আসবে। আমরা চাই না, এ নিয়ে নতুন কোনো সিন্ডিকেট তৈরি হোক। যদি কেউ সিন্ডিকেট করার চেষ্টা করে, প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।’

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তারেক হাওলাদার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি মো. আনোয়ার হোসেন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. কামাল হোসেনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, বিক্রয় প্রতিনিধি ও শিক্ষার্থীরা। 

সভায় বক্তারা আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করা, বাজার ব্যবস্থাপনা মনিটরিং করা এবং মূল্য সহনীয় পর্যায়ে রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করেন। ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান জানানো হয় এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রশাসনের কর্মকর্তারা।

এনআরএন/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ