রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :

আগামী বছরের শুরায়ী নেজামের ইজতেমার তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এ বছর শুরায়ী নেজামের অধীনে দুই পর্বে ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার) দ্বিতীয় আখেরি মোনাজাত হয়েছে। মোনাজাত পরিচালনা করেছেন শুরায়ী নেজামের শীর্ষ মুরুব্বি মাওলানা জোবায়ের আহমেদ।

মোনাজাত শেষে মঞ্চ থেকে ২০২৬ সালে পৃথকভাবে দুই পর্বে ৫৯তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়েছে।
 
শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বলেন, ‘টঙ্গীতে ৫৯তম বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা হয়েছে। শুরায়ি নেজামের অধীনে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ২০২৬ সালে টঙ্গীতে বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। ৫৯তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব  ২, ৩, ৪ জানুয়ারি ও দ্বিতীয় পর্ব ৯, ১০, ১১ জানুয়ারি ২০২৬ ঈসায়ি অনুষ্ঠিত হবে।

শুরায়ি নেজামের অধীনে গত রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১১ মিনিট থেকে ৯টা ৩৫ মিনিট পর্যন্ত ২৪ মিনিটের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব-ইজতেমার প্রথম পর্ব। গত সোমবার (৩ ফেব্রুয়ারি) দ্বিতীয় পর্ব শুরু হয়ে আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) ১৭ মিনিটের আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

এমএইচ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ