রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাগো হে কওমি তারুণ‍্য! রাতেই ঢাকাসহ তিন অঞ্চলে ঝড়ের আভাস অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে উদ্বৃত্ত সৃষ্টি: বাণিজ্য উপদেষ্টা চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের প্রকাশনা উৎসব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

-সৈয়ব আহমেদ সিয়াম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ইসলামী ছাত্র শিবিরের তিন দিনব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসব শুরু হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৫) সকাল ৮ টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এই প্রকাশনা উৎসব শুরু হয়।

১৪, ১৫ ও ১৬ জানুয়ারি এই তিন দিন সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত প্রকাশনা উৎসব চলবে। প্রকাশনা উৎসবে ছাত্রশিবিরের বিভিন্ন প্রকাশনা সামগ্রী ক্যালেন্ডার, স্টিকার, সায়েন্স ফিকশন বই, ইসলামী সাহিত্যসহ বিভিন্ন ধর্মীয় বই শিক্ষার্থীদের কাছে বিক্রি করা হচ্ছে।

ইসলামী নাশিদ আর গানে গানে প্রকাশনা উৎসবকে মুখরিত করে রাখেন শিবিরের সদস্যবৃন্দ।

ছাত্র শিবিরের সাবেক সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, "আর্লি লাইফে যে সাইকেল চালিয়েছে, সে যদি বিশ বছর সাইকেল না চালায়, তাহলে শুরুতে হয় তো হোঁচট খাবে। কিন্তু, পরে আবার ঠিকই ভালো মতোই চালাতে পারবে। আর্লি লাইফে যে সাঁতার কেটেছে, সে যদি বিশ বছর সাঁতার না কাটে, তাহলে শুরুতে হয় তো একটু সমস্যা হবে। কিন্তু, সে ঠিকই পারবে একটু পরেই। আমি বিশ্বাস করি ছাত্র শিবির পারবে। শিবিরের সেই ঐতিহ্য আছে। শিবির ইসলামী মূল্যবোধের জন্য, শিক্ষার্থীদের কল্যাণে আরো অনেক সুন্দর সুন্দর আয়োজন করবে, ইনশাআল্লাহ। আল্লাহ তায়ালা আমাদের ভুল-ত্রুটিগুলো ক্ষমা করুন।"

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, "আমরা কোনো চাঁদাবাজি বা টেন্ডারবাজির রাজনীতি করি না। ইসলামী ছাত্র শিবির শিক্ষার্থীদের ইতিবাচক বিকাশে সহযোগিতা করে যাবে, ইনশাআল্লাহ। আমরা ফ্রেশারদের নিয়ে নবীণ করেছি। সামনে আরো প্রোগ্রাম থাকবে, ইনশাআল্লাহ। আর আলহামদুলিল্লাহ, আজকের প্রকাশনা উৎসবে সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা আনন্দিত।"

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ