মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

পঞ্চগড়ের শীতার্ত মানুষের পাশে খিদমাতুল ইসলাম চ্যারিটেবল ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উত্তরবঙ্গে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং দিনাজপুরের দরিদ্র জনগোষ্ঠী চরম কষ্টে দিন কাটায়। এমন পরিস্থিতিতে খিদমাতুল ইসলাম চ্যারিটেবল ফাউন্ডেশন মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে। ২০ ডিসেম্বর শুক্রবার, সংগঠনটি পঞ্চগড় জেলায় ৫১টি দরিদ্র ও অসহায় পরিবারকে লেপ ও শীতবস্ত্র প্রদান করেছে।

খিদমাতুল ইসলাম চ্যারিটেবল ফাউন্ডেশনের প্রতিনিধি হাফেজ মাওলানা কাজী ইনজামামুল হক বলেন, "মানবিক কাজ আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কষ্ট লাঘব করাই আমাদের এই কার্যক্রমের উদ্দেশ্য।"

ফাউন্ডেশনের আরেক প্রতিনিধি হাফেজ মাওলানা ইউসুফ বিন ইকবাল বলেন, "শীতের কষ্টে যারা দিন পার করছে, তাদের সহায়তায় আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো ইসলামের শিক্ষা ও মানবিক দায়িত্বের অংশ। আমরা আশাবাদী, এবার যারা এই আয়োজন সফল করতে অনুদান দিয়েছেন তারা ভবিষ্যতেও এভাবে ফাউন্ডেশনের পাশে থাকবেন। আর এই সহায়তা শীতার্ত মানুষের জীবনে কিছুটা স্বস্তি আনবে। সামনেও আমরা এমন কার্যক্রম অব্যাহত রাখব।"

ফাউন্ডেশনের পক্ষ থেকে উক্ত আয়োজনে আরো উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠাকালীন সদস্য শাহাদাত হোসাইন আনান, হাফেজ মাওলানা হাসিবুল ইসলাম গাজী, হাফেজ মাওলানা ওসামা হাসান হুজাইফা ও মাওলানা হুজাইফা নাঈম।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের প্রশংসা করেছেন। তাদের মতে, "এ ধরনের উদ্যোগ কেবল শীতার্ত মানুষের কষ্ট লাঘবই করে না, বরং মানবিকতার উজ্জ্বল উদাহরণ স্থাপন করে।" শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে স্থানীয় সচেতন নাগরিক ও উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, খতমে নবুওয়ত মারকায বাংলাদেশ, পঞ্চগড় শাখার ব্যবস্থাপনায় এই কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন হয়েছে। পরিষদের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের মানবিক উদ্যোগ আরও সম্প্রসারিত করার আশাবাদ ব্যক্ত করা হয়। মানবতার সেবায় এ ধরনের উদ্যোগ শীতার্ত মানুষের জীবনে সামান্য হলেও স্বস্তি ফিরিয়ে আনতে সহায়ক হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ