সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী

ভোলা জেলা উলামা তলাবার কমিটি গঠন; সভাপতি আবুল ফাতাহ, সেক্রেটারি জাবের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকাস্থ ভোলার আলেমদের সামাজিক প্ল্যাটফর্ম ‘ভোলা জেলা উলামা তলাবা’র ২০২৫-২০২৬ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে  বিশিষ্ট লেখক ও গবেষক, জামিয়া কাসেম নানুতবির মুহাদ্দিস মাওলানা আবুল ফাতাহ কাসেমীকে সভাপতি, রাজধানীর মারকাযু শাইখিল ইসলাম আল মাদানির শিক্ষাসচিব ও আফতাবনগর বি ব্লক মসজিদের খতিব মাওলানা ফরীদুদ্দীন আল মাদানিকে সিনিয়র সহসভাপতি ও  জামিয়া নুরিয়া কাসেমুল উলুমের মুহাদ্দিস মাওলানা জাবের মাহমুদকে সেক্রেটারি করে ১৬ সদস্যের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বাদ মাগরিব রাজধানীর পল্টনে আল-বারাকাহ হজ্ব ট্রাভেলসের অফিসে অনুষ্ঠিত এক বৈঠকে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন মাওলানা নুরুদ্দিন, মুফতি মেসবাহুল হক, মুফতি ইমদাদুল্লাহ, মাওলানা হাসিব আর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক: মুফতি আবু বকর , সহকারী সাধারণ সম্পাদক: মুফতি বিন-ইয়ামিন সানিম, মুফতি উসমান বিন আ. আলীম, অর্থ সম্পাদক: মাওলানা আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক: মাওলানা হাম্মাদ বিন মোশাররফ, দপ্তর সম্পাদক: মাও. হেলাল উদ্দিন রুমি, সহকারী দপ্তর সম্পাদক: মাও. আখতার হোসাইন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক: আশরাফুল হক

সহকারী শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক: মাও. আনোয়ার সাহেব, প্রচার সম্পাদক: মুফতি উসমান বিন আ. আলীম

সহকারী প্রচার সম্পাদক: মাওলানা কিফায়াতুল্লাহ বিন সাইফ , মাওলানা হেলাল রুমি, মিডিয়া সম্পাদক: মাওলানা তামজিদ হাসান, ছাত্র কল্যাণ সম্পাদক: মুফতি আহমাদুল্লাহ আব্বাস, সহকারী ছাত্র কল্যাণ সম্পাদক: মুফতি নুরুল্লাহ মাহমুদ, দাওয়া ও সেবা বিষয়ক সম্পাদক: মুফতি ইসমাঈল , সহ দাওয়া ও সেবা বিষয়ক সম্পাদক: মাও. ইবরাহীম সোহাগ, নির্বাহী সদস্য: মাওলানা উমায়ের ও মাও. জুলফিকার মাহমুদ।

উল্লেখ্য, ভোলা জেলা উলামা তলাবা একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। ২০২১ সালে ঢাকাস্থ ভোলার আলেমদের নিয়ে গঠিত হয়েছে। সামাজিক বিভিন্ন ইস্যু ও ভোলার আলেমদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছে আলেমদের এ সংগঠন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ