সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত জারি দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সময় শেষ হচ্ছে মঙ্গলবার ‘জয় শ্রী রাম’ না বলায় ইমামকে বেধড়ক পেটাল উগ্র হিন্দুরা! আন্তর্জাতিক ইসলামি বইমেলায় কওমি শিক্ষার্থীদের লিটলম্যাগ কর্নার নোয়াখালীতে প্রশিক্ষণ প্রাইভেটকার পুকুরে পড়ে তরুণের মৃত্যু ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইসলামি অর্থনীতি ও ব্যাংকিং’ কর্মশালা মঙ্গলবার  রবিউস সানি মাসের চাঁদ দেখতে বসছে কমিটি আজহারীর বর্ণনায় নবীজির শারীরিক ও চারিত্রিক সৌন্দর্য জিরি মাদরাসা পরিদর্শনে এসে সৌদি শায়খের বিমুগ্ধতা ফিলিস্তিনকে প্রভাবশালী ৪ রাষ্ট্র স্বীকৃতি দেওয়ায় ক্ষুব্ধ নেতানিয়াহু

হিলিতে তিন ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের হাকিমপুর হিলিতে ফিড ও ওষুধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও স্যাম্পুল এবং ফিডের দোকানে মেয়াদ উত্তীর্ণ এবং অনুমোদনহীন ওষুধ বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুরে হাকিমপুর হিলি পৌর শহরের বাংলাহিলি বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম এ অর্থদণ্ড দেন।

জানা যায়, স্থানীয় মেসার্স কাওসার এন্টার প্রাইজ ফিডের দোকানে মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ পাওয়ায় ১০ হাজার, মণ্ডল ফার্মাসিতে মেয়াদ উত্তীর্ণ ও স্যাম্পুল ওষুধ বিক্রি করায় ৫ হাজার এবং শিউলি ফার্মেসিতে একই অভিযোগে জাহিদুল ইসলামকে ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এ বিষয়ে মমতাজ বেগম ব্যবসায়ীদের উদ্দেশ্য বলেন, আপনারা বারবার একই ভুল করবেন আর আমি দিনাজপুর থেকে এসে আপনাদের সতর্ক করে যাব- এটা হতে পারে না।

তিনি আরও বলেন, বেশ কিছুদিন ধরেই বাংলাহিলি বাজারে মেয়াদ উত্তীর্ণ এবং অনুমোদনহীন ওষুধ বিক্রয়ের অভিযোগ রয়েছে। এমন অভিযোগে দুপুরে বাংলাহিলি বাজারে অভিযান চালানো হয়। এসময় অভিযোগের সত্যতা পাওয়ায় তিন দোকানিকে ১৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ