সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭


ধামরাইয়ে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকার ধামরাইয়ে পোশাক কারখানার শ্রমিকবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে বাসের ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও অন্তত ২০ জন। বুধবার রাতে কালামপুর-কাওয়ালীপাড়া শাখা সড়কের খাগুরতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই তিন নারী ও এক পুরুষসহ চারজনের মৃত্যু হয়েছেন।

নিহতরা হলেন- জাহাঙ্গীর, জিয়াসমিন, খাদিজা ও নিপা। তারা সবাই ধামরাইয়ের গ্রাফিক্স ডিজাইন নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক বলে জানায় পুলিশ।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। বলেন, ধামরাইয়ের বাটুলিয়া আঞ্চলিক সড়কে গ্রাফিক্স গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার শ্রমিকবাহী বাসের সঙ্গে একটি ইটবোঝাই ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসে থাকা চারজন পোশাক শ্রমিক নিহত হয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ