সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুন: সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ দাওয়াত ও তাবলিগের নীরব বিপ্লব ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা ও অস্ট্রেলিয়া গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সত্তর হাজার কালেমা পড়লে কি মাগফিরাত পাওয়া যায়? ঢাবির হল রিডিংরুমে বসছে এসি, সংস্কার হবে ক্যান্টিনও: ডাকসু জিএস ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের

বানভাসীদের পাশে আলোর দিশারী বন্ধু সংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়ব আহমেদ সিয়াম,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ভারতের ত্রিপুরা রাজ্যের বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার প্রভাব দেখা যায় কুমিল্লা, নোয়াখালী ও ফেনী জেলাতে। এরকম পরিস্থিতিতে  প্রায় দুই সপ্তাহজুড়ে নিরবে নিভৃতে ত্রাণ সামগ্রী বিতরণ ও উদ্ধার কাজ পরিচালনা করেন আলোর দিশারী বন্ধু সংঘ। এখনো তাঁদের কাজ চলমান রয়েছে।

রাজবাড়ী জেলা থেকে প্রায় সাড়ে তিন শত কিলোমিটার পথ অতিক্রম করে বন্যার্তদের পাশে এগিয়ে আসেন আলোর দিশারী বন্ধু সংঘ।তাঁরা এখন পর্যন্ত প্রায় ২৫০ টি পরিবারের মাঝে শুকনা খাবার এবং এক শতাধিক মানুষের মাঝে খিচুড়ির প্যাকেট বিতরণ করেন। পাশাপাশি তাঁরা মেডিকেল ইকুয়েপমেন্ট ও কাপড় বিতরণ করেন।

আলোর দিশারী বন্ধু সংঘ রাজবাড়ী জেলার একটি স্বেচ্ছাসেবী সংগঠন,যেটি ২০২১ সাল থেকে রাজবাড়ী জেলায় বিভিন্ন মানবিক কাজ করে আসছি। রাজবাড়ী জেলার বাহিরে এটিই ছিল তাঁদের প্রথম কাজ। দেশের প্রয়োজনে যেকোন যায়গায় কাজ করার প্রত্যাশা সংগঠনটির সদস্যদের।

আলোর দিশারী বন্ধু সংঘের সভাপতি হুসাইন মাহমুদ বলেন ,আমাদের সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন,যেটি সবসময় মানুষের সেবায় নিয়োজিত। আমরা দেশের জাতীয় স্বার্থে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।এরই ধারাবাহিকতায় বন্যার্তদের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ ও উদ্ধার কাজ শেষে এখন আমরা পুনর্বাসনের পরিকল্পনা হাতে নিয়েছি। সবার কাছে থেকে সহযোগিতা কামনা করছি।

আলোর দিশারী বন্ধু সংঘের সিনিয়র কার্যকারী সদস্য রাব্বি খান বলেন  দেশের এই সংকটকালীন সময়ে কোন বিবেকবান মানুষ বসে থাকতে পারে না, সেজন্য আমরা বন্যার কথা শুনা মাত্রই ছুটে যায় তাদের কাছে। আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা আমাদের সাধ্যমত তাদের পাশে থাকার চেষ্টা করেছি।

আলোর দিশারী বন্ধু সংঘ বর্তমানে বন্যার্তদের পুনর্বাসনের প্রকল্প হাতে নিয়েছে এবং সে অনুযায়ী কাজ পরিচালনা করছে। এবিষয়ে আপনাদের সকলের সহযোগীতা কামনা করছে তারা। দেশের প্রয়োজনে সবাইকে এভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তাঁরা।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ