মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

হজের খুতবায় যা বললেন শায়খ মুহাম্মদ ইসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: আজ শুরু হয়েছে পবিত্র হজ। আরাফার ময়দানে অবস্থিত মসজিদে নামিরায় হজের খুতবা দিচ্ছেন শায়খ ড. মুহাম্মদ বিন আবদুল করিম আল ইসা।

খুতবায় তিনি বলেন, হে ঈমানদারগণ! আল্লাহর ইবাদত কর। আল্লাহই একমাত্র মাবুদ। তাঁর ইবাদত কর। মুসলমানরা আল্লাহকে ভয় কর। নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানেন।

খুতবায় বলা হয়, আল্লাহ তায়ালা তাঁর নবীর মাধ্যমে যে সব ইবাদত করার নির্দেশ দিয়েছেন, তা পালন করতে হবে। তোমরা যা কিছু করো আল্লাহ তায়ালা সব কিছু জানেন। আল্লাহ জাকাত দিতে আদেশ করেছেন। রোজা ও নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন। তাকওয়াকারীরা আল্লাহর নৈকট্য লাভ করে।

খুতবায় আরও বলা হয়, দীনের দাওয়াত দেও। আল্লাহ বলেন, মানুষকে ক্ষমা করো। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম চরিত্রের অধিকারীরা কিয়ামতের দিন আমার অনেক কাছে থাকবে। মুসলমানদের উচিত ভালো কাজে একে অপরকে সহযোগিতা করা।

হজের খুতবায় বলা হয়, মুসলমানদেরকে মানুষের উপকার করার নির্দেশ দেওয়া হয়েছে। মানবতার গুরুত্ব দেয়া ও সম্মান করা মুসলমানদের জন্য অত্যাবশ্যকীয়। সবচেয়ে বড় নেয়ামত হলো তাওহিদ।

খুতবায় বলা হয়, যে জিনিস হিংসা-বিদ্বেষ সৃষ্টি করে তা থেকে দূরে থাকার কথা বলে ইসলামী মূল্যবোধ। আল্লাহ বলেন, মুত্তাকীদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। সকল মানুষই আদম আ. এর বংশধর। আদম আ. মাটির তৈরী। নেক কাজে তাড়াহুড়া করো। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ কষ্ট দূর করতে পারে না।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ