মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

ইসরায়েল ও ইরানের সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ-অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দখলকৃত জেরুসালেম থেকে উত্তর-পূর্বে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি স্থাপনায় আজ শনিবার (২ জুলাই) ভোরে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এদিকে তেহরানে ইরানের মিলিশিয়া বাহিনীর ঘাঁটিতে দুটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ইরানের প্রেস টিভি জানিয়েছে, পশ্চিম তীরের আল-রাম শহরের কাছে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে আজ ভোরে অগ্নিকাণ্ড ঘটে। এতে হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।

এর আগে সোমবার ইসরায়েলের হাইফা শহরে একটি লজিস্টিক্যাল ও ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। পরবর্তীতে ওই আগুন কাছাকাছি অবস্থিত কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে। এ সংক্রান্ত ক্ষয়ক্ষতির কোনো তথ্য ইসরায়েলি কর্তৃপক্ষ প্রকাশ করেনি।

লেবাননের একটি সূত্র জানিয়েছে, শনিবার ভোরে জেরুজালেমের অদূরে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ড্রোন হামলার জেরে এ অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে বলে অসমর্থিত সূত্রে জানা গেছে।

লক্ষণীয় হলো, ইরান ও লেবাননের দুটি সূত্র ইসরায়েলি সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডের খবর জানালেও ইসরায়েলের গণমাধ্যমে এ সংক্রান্ত কোনো সংবাদ পাওয়া যায়নি। বরং ইসরায়েলি গণমাধ্যমে ইরানের মিলিশিয়া বাহিনীর একটি ঘাঁটিতে বিস্ফোরণের খবর প্রকাশিত হয়েছে, যা এখনও ইরানের কোনো সংবাদমাধ্যমে পাওয়া যায়নি।

জেরুসালেম পোস্ট জানিয়েছে, শনিবার সকালে তেহরানে ইরানের বাসিজ মিলিশিয়া বাহিনীর মালেক আশতার ঘাঁটিতে দুটি বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। ইরানের সরকারবিরোধী মুজাহিদীন-ই-খালক বাহিনী এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।

এদিকে পৃথক খবরে জানা গেছে, ইসরায়েলের ৩ লাখের বেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য অনলাইনে ফাঁস করেছে একটি হ্যাকার গ্রুপ। ইসরায়েলের ২০টির বেশি পর্যটন ওয়েবসাইট হ্যাক করে এসব তথ্য সংগ্রহ করে হ্যাকাররা। শার্প বয়েজ নামে একটি ইরান-সংশ্লিষ্ট হ্যাকার গ্রুপ এ কাজ করেছে বলে ইসরায়েলি কর্মকর্তারা জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ