মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তা ও মৌলিক অধিকার রক্ষার আহ্বান দীপু মনির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রত্যেক নাগরিকের নিরাপত্তা এবং মৌলিক অধিকার রক্ষার গ্যারান্টি নিশ্চিত করার জন্য ভারতকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে এক সমাবেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ধর্মীয় স্বাধীনতা এবং ধর্মীয় আচার পালনের স্বাধীনতা বিষয়ে সংবিধানের বিধানসমূহের নিরপেক্ষ প্রয়োগ অব্যাহত শান্তি বয়ে আনবে।

ভারতের সংখ্যালঘুদের নিরাপত্তার আহ্বান জানিয়ে তিনি বলেন "এটা সব দেশের ক্ষেত্রেই প্রযোজ্য।"

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর নিশ্চিত করে বলেছে, ক্ষমতাসীন দল বিজেপি এবং আরএসএস (রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ) ঘনিষ্ঠ থিঙ্ক-ট্যাঙ্ক ইন্ডিয়া ফাউন্ডেশন আয়োজিত 'ইন্ডিয়া আইডিয়াস কনক্লেভ' এ 'ইন্ডিয়া@২০৪৭' শীর্ষক এক অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে দীপু মনি আরো বলেন,

ভারতকে স্বীকৃত বৈশ্বিক শক্তিগুলোর একটি হিসেবে আবির্ভূত করতে হলে সংবিধানে উল্লেখিত দেশটির প্রতিষ্ঠাতা পিতাদের স্বপ্নগুলোকে উপলব্ধি করতে হবে। নাগরিকদের মৌলিক অধিকারের নিরাপত্তা এবং গ্যারান্টি নিশ্চিত করার মাধ্যমে ভারত তার নাগরিকদের, বিশেষ করে তফসিলি জাতি–উপজাতি, ওবিসি (অন্যান্য পশ্চাৎপদ শ্রেণি) এবং সমাজের সকল স্তরের নারীদের সম্ভাবনার দ্বার উন্মোচনের ক্ষেত্র তৈরি করতে পারে।

দীপু মনি বলেন, “ভারতের ক্ষেত্রে অনন্য সামাজিক স্তরবিন্যাস কেবল দুর্বল অংশগুলোকেই বঞ্চিত করবে না বরং বিভাজনকারী নীতি এবং পদ্ধতিরও জন্ম দেবে।"

স্বতন্ত্র ভাষা ও সংস্কৃতির সংখ্যালঘু সহ সব ধরনের সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষা "উত্তেজনা রোধ করতে এবং সাম্প্রদায়িক সহিংসতা এড়াতে সহায়তা করতে পারে" উল্লেখ করে দীপু মনি বলেন, "এটি সব দেশের ক্ষেত্রে প্রযোজ্য"।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ