মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
প্রতারণা করে অর্থ আদায়: ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় ‘বিশ্ব আল-কুদস সপ্তাহ’ শুরু অভিযানে বিএনপি নেতার মৃত্যু নিয়ে যা বলছে সেনাবাহিনী মজুদকারীদের উদ্দেশে মাওলানা আজহারীর কড়া বার্তা পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস শায়খ আহমাদুল্লাহর পরামর্শে প্রবাসীদের জন্য সুদমুক্ত ঋণ চালু করছে সরকার বাংলাদেশি আলেমের হাতে অন্তিম মুহূর্তে হাসপাতালে কোরিয়ান বৃদ্ধের ইসলাম গ্রহণ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে: প্রধান উপদেষ্টা

হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন ড. আ ফ ম খালিদ হোসাইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

৪ দিনের চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন প্রথিতযশা আলেম, ইসলামী আলোচক ও চট্টগ্রাম ওমর গণি এম ই এস ডিগ্রী কলেজের ইসলামী ইতিহাস ও সংস্কৃতির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসাইন। বর্তমানে তিনি নিজ বাড়িতে বিশ্রামে রয়েছেন।

আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন ড. আ ফ ম খালিদ হোসাইনের ছেলে জাবিদ আহসান খালিদ।

তিনি জানিয়েছেন, গত (২৬ ডিসেম্বর) রোববার হাসপাতাল থেকে বাবাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে বর্তমানে বিশ্রাম ও ঘুমের প্রতি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

এনজিওগ্রাম-এর পর তার হার্ট স্বাভাবিক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বর্তমানে তিনি সবার সাথে কথা বলতে পারছেন এবং স্বাভাবিক খাবার গ্রহণ করছেন।

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাবার দীর্ঘ হায়াতের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন জাবিদ আহসান খালিদ।

এর আগে গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) হার্ট অ্যাটাক করে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন ড. আ ফ ম খালিদ হোসাইন।

ঢাকার অদূরে গাজীপুরে গত মঙ্গলবার (২১ ডিসেম্বর) একটি মাহফিলে আলোচনা করার সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে  স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। ডাক্তারের চিকিৎসায় দ্রুত সেরে ওঠেন তিনি।

এরপর ঢাকা থেকে চট্টগ্রামের ফিরে গত বৃহস্পতিবার ( ২৩ ডিসেম্বর) দুপুরে হঠাৎ আবার অসুস্থ হয়ে পড়েন ড. আ ফ ম খালিদ হোসেন। সেদিন সন্ধ্যায় তাকে চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে বর্তমানে নিজ বাড়িতে বিশ্রামে রয়েছেন তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ