মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
প্রতারণা করে অর্থ আদায়: ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় ‘বিশ্ব আল-কুদস সপ্তাহ’ শুরু অভিযানে বিএনপি নেতার মৃত্যু নিয়ে যা বলছে সেনাবাহিনী মজুদকারীদের উদ্দেশে মাওলানা আজহারীর কড়া বার্তা পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস শায়খ আহমাদুল্লাহর পরামর্শে প্রবাসীদের জন্য সুদমুক্ত ঋণ চালু করছে সরকার বাংলাদেশি আলেমের হাতে অন্তিম মুহূর্তে হাসপাতালে কোরিয়ান বৃদ্ধের ইসলাম গ্রহণ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে: প্রধান উপদেষ্টা

৪র্থ ধাপের ইউপি নির্বাচন: বরিশালে ইসলামী আন্দোলন প্রার্থীর জয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

৪র্থ ধাপের ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পক্ষ থেকে বরিশালের বাকেরগঞ্জের
১৪ নং নিয়ামতি ইউনিয়নে বিজয়ী হয়েছেন হাতপাখার প্রার্থী হুমায়ূন কবির। ৩২৩৬ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি।

আওয়ার ইসলামকে এই তথ্য নিশ্চিত করেছেন এই আসনের সংসদ সদস্য প্রার্থী,  ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহকারী অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ নুরুল ইসলাম আল আমিন।

হুমায়ূন কবিরের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ৪ জন।  তার প্রতিদ্বন্দীদের মধ্যে  চশমা প্রতীকে কামাল তালুকদার  পেয়েছেন ১৮৩৭, নৌকা প্রতীকে বাদশা নিজামী  পেয়েছেন ২৮৮৩, ঘোড়া প্রতীকে মনির মুন্সি পেয়েছেন ১৩৭৪
আনারস প্রতীকে আরেক প্রার্থী পেয়েছেন ১১৬০ বিজয়ী  প্রার্থী হুমায়ুন কবির ৩২৩৬ ভোট পেয়েছেন হাতপাখা প্রতীকে ।

ইসলামী আন্দোলন থেকে হুমায়ূন কবিরের বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নিয়ামতি ইউনিয়নবাসী। তার বিজয়কে তারা নিজেদের বিজয় বলে অভিহিত করেছেন।

বিজয়ী এই প্রার্থী আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। জনগনের সেবায় নিজের দেওয়া সব প্রতিশ্রুতি যেন পুরোপুরি পালন করতে পারেন সেজন্য দোয়া কামনা করেছেন।

প্রসঙ্গত, রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চতুর্থ ধাপে মোট ৮৩৬টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হয়েছে।।

নির্বাচন কমিশন জানিয়েছে, চতুর্থ ধাপে ৩৮ ইউনিয়ন পরিষদ ও তিন পৌরসভার ভোটগ্রহণ ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে অনুষ্ঠিত হয়। বাকি ইউপিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।

এদিকে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে ব্যালট ছিনতাই, জাল ভোট দেওয়া, এজেন্টদের মারধর, ভোট বর্জনসহ বিচ্ছিন্ন কিছু ঘটনার খবর পাওয়া গেছে।

তবে আনন্দমুখর পরিবেশে মানুষ ভোট দিয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশন সচিব মো: হুমায়ন কবীর খোন্দকার।

তিনি বলেন, সবগুলো ধাপেই নির্বাচন সুষ্ঠু হয়েছে। এই ধাপে ৭০ শতাংশের বেশি ভোটের আশা ইসির।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ