মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

চট্টগ্রামে উদ্বেগজনকহারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামে উদ্বেগজনকহারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। মাত্র ৪২ দিনে আক্রান্ত ছাড়িয়েছে অতীতের ১০ মাসের রেকর্ড। ডেঙ্গু প্রাদুর্ভাব বাড়ায় অ্যালার্মিং বিবেচনায় ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠিও দিয়েছে সিভিল সার্জন।

চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক এস এম হুমায়ুন কবির বলেন, গত বছর এবং তার আগের বছর বৃষ্টির মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। এ বছর শীতের মৌসুমেই ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। তবে শীত বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নুরুল হায়দার জানান, এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের হার শূন্য থাকলেও জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ৪ মাসে আক্রান্ত ২৭০ জন। আর শুধু গত ৪২ দিনেই আক্রান্ত হয়েছে ২৮৭ জন। নগরীর খালগুলোতে পানি জমে থাকা ও মশার ওষুধ না ছিটানোকেই ডেঙ্গুর জন্য দায়ী করেন এ চিকিৎসক।

এদিকে উদ্বেগের কথা জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি দিয়েছে সিভিল সার্জন। মশার লার্ভা সংগ্রহ করে নগরীতে জরিপ চালিয়ে ডেঙ্গু রোধে সিদ্ধান্ত নিবে ঢাকা থেকে আসা দলটি।

আক্রান্তের হার গ্রামে ১৮ শতাংশ হলেও শহরে ৮০ শতাংশের বেশি। চলতি বছর চট্টগ্রামে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫৫৭জন। আর মারা গেছে ৮ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ