মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

গাছ থেকে পড়ে মা বাবাহারা মাদরাসাছাত্র হাসানের অবস্থা সঙ্কটাপন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পটুয়াখালী মির্জাগঞ্জের সুবিদখালী দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর মো. হাসান (৮)একজন এতিম ছাত্র।

গতকাল রোববার সকাল পৌনে এগারোটার সময় ছাত্রটি একটি গাছ থেকে পড়ে গিয়ে মাথার তালু ফেটে অনেক সমস্যা হয়েছে।

ছেলেটির কোন বেহুশ অবস্থায় মির্জাগঞ্জ উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার সোহেল আহমেদ জরুরী ভিত্তিতে বরিশাল প্রেরণ করেন। কিন্তু কে নিবে হাসানকে ওর যে মা বাবা কেউ নেই, একজন এতিম শিশু। প্রতিষ্ঠান ও কিছু দানশীলদের সহযোগিতায় ওকে বরিশাল নেওয়া হয়েছে।

গতকাল দুপুরে বরিশাল হাসপাতালে হাসানের চিকিৎসা শেষে ডাক্তার আল্লাহকে স্মরন করতে বলেছেন তার সাথে আসা মাদরাসার শিক্ষকদের। এতিম ছেলের চিকিৎসার জন্য বিভিন্ন মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসইবুকে স্ট্যাটাস দিচ্ছেন তার সাহায্যের জন্য।

বরিশাল হাসপাতালে থাকা মাদরাসা শিক্ষক ও বোডিং এর তত্ত্বাবধায়ক মো. মহিউদ্দিন জানান, রোববার সকালে মাদরাসা সংলগ্ন একটি গাছ থেকে পরে গেলে হাসানের মাথার তালুর একাধিক অংশে ফেটে যায় এবং অনেক রক্তক্ষরণ হয়।

পরে তাকে মির্জাগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ডাক্তার। বর্তমানে বরিশাল হাসপাতালে চিকিসাধীন আছে। তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। এতিম ছাত্রের চিকিৎসার জন্য দেশের দানশীলদের কাছে সাহায্য কামনা করেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ