মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

ময়মনসিংহে মসজিদ কমিটির দুই পক্ষের দ্বন্দ্বে দুই ভাইকে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহের সদর উপজেলার চরসিরতার ইউনিয়নের নয়াপাড়া গ্রামে মসজিদের কমিটি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে রফিকুল ইসলাম (৩৫) এবং শফিকুল ইসলাম (৩০)নামে দুই ভাইকে পিটিয়ে হত্যা এবং তাদের বাবাকে আহতের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরের এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায় স্থানীয় একটি মসজিদের কমিটি ও মসজিদের জমি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব ছিলো। গতকাল দুপুরে রফিকুল ইসলাম স্থানীয় একটি বাজারে মুদির দোকানে বেচাকেনা করছিলেন। এসময় হঠাৎ প্রতিপক্ষের লোকজন এসে লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালান।

তাকে বাঁচাতে বাবা আলী আকবর ও তার ভাই শফিকুল ইসলামসহ স্থানীয়রা ছুটে এলে তাদেরও পিটিয়ে আহত করা হয়। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ওই মসজিদের কমিটি ও জমি নিয়ে হাসেম গ্রুপ ও মজিদ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিক সালিশ-বৈঠক হয়েছে।

এ ঘটনায় আজ শনিবার আবারও সালিশ হওয়ার কথা ছিল। শুক্রবার ঘটনার সময় মজিদ গ্রুপের আকবর আলী ও তার দুই ছেলে রফিকুল ও শফিকুল সিরতা ছানুর মোড়ে অবস্থান করলে আবুল হাসেমের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে মজিদ গ্রুপের ওপর হামলা চালায়। এসময় রফিকুল, তার ভাই শফিকুল ও তাদের বাবা আকবর আলীকে রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় রফিকুল ইসলাম। আহত শফিকুল ও বাবা আকবর আলীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে শফিকুলের অবস্থার অবনতি হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যালে স্থানান্তর করা হয়। সেখানে নেয়ার পর মারা যায় শফিকুল।

ওসি আরও জানান, এ ঘটনায় এখনও মামলা হয়নি। পুলিশ রুবেল ও মমতাজ নামে হাসেম গ্রুপের দুইজনকে আটক করেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ