মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

হার্ট অ্যাটাক করে মুফতি আব্দুল কুদ্দুস ফিরোজীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ আফফান: পিরোজপুর উলামা পরিষদের শুরা সদস্য, ওয়ায়েজ মুফতি আব্দুল কুদ্দুস ফিরোজী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার দিবাগত রাত ১টায় রাজধানীর মিডফোর্ট হাসপাতালে হার্ট অ্যাটাক করে তিনি মারা যান। আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চত করেছেন পিরোজপুর উলামা পরিষদের মিডিয়া সম্পাদক মুফতি আবদুল্লাহ ফিরোজী।

জানা যায়, তিনি কেরানীগঞ্জের কালিন্দী মধ্য চরাইল জামে মসজিদের খতীব ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তার ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে। পিরোজপুরের জিয়া নগর উপজেলার কালাইয়ায় আজ বাদ আছর মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে নিজ বাড়ির কবরস্থানে তাকে দাফন করা হবে।

মুফতি আব্দুল কুদ্দুস ফিরোজীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর উলামা পরিষদের আমীর মুফতি ওয়াহিদুল আলম ও সেক্রেটারি জেনারেল মুফতি আব্দুর রহীম কাসেমীসহ মাওলানা রিয়াদুল ইসলাম মুনীর, মাওলানা ফেরদাউস আহমাদ, মুফতি সাখাওয়াত হোসাইন, মুফতি আবুল হাসান প্রমুখ।

তারা বলেন, মুফতি আব্দুল কুদ্দুস ফিরোজী রহ. ছিলেন মুখলিস ও নিরাহঙ্কারী আলেম। তাকওয়া ও ইসলাসের ক্ষেত্রে বে-নযীর ব্যক্তিত্ব। লৌকিকতা একদম পছন্দ করতেন না। তা'লীম তারবিয়াতের পাশাপাশি তাযকিয়ার ময়দানেও কাজ করেছেন অবিরত। তার ইন্তেকালে জাতি হারিয়েছে একজন শ্রেষ্ঠ সন্তানকে এবং আমরা হারিয়েছি অকৃত্রিম বন্ধু ও সহযোদ্ধাকে।

তারা আরও বলেন, পিরোজপুর উলামা পরিষদের জন্য তার প্রশংসনীয় অবদান অনস্বীকার্য। যে কোন প্রোগ্রামে তার উপস্থিতি ও বিনয়ী আচরণ আমাদেরকে মুগ্ধ করতো।

আল্লাহ তায়ালা যেন তাকে মাফ করে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম নসীব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সবরে জামীল ইখতিয়ার করার তাওফিক দান করেন, আমীন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ