মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

ঝগড়ার জেরে ১৩ দিন ধরে বন্ধ এবতেদায়ী মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বড়াইগ্রামের শ্রীরামপুর স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসায় শিশু শিক্ষার্থীদের ঝগড়ার জেরে এক শিক্ষার্থীর অভিভাবকদের হামলা, মারপিট ও শ্রেণীকক্ষে মল ছিঁটানোর জেরে গত ১৩ দিন ধরে বন্ধ রয়েছে সকল কার্যক্রমসহ বার্ষিক পরীক্ষা। এতে মাদরাসার শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর মাদরাসার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলছিল। দুপুরে যোহরের নামাজের বিরতির সময় তুচ্ছ বিষয় নিয়ে প্রথম শ্রেণীর শিক্ষার্থী বায়েজিদের সঙ্গে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নুসাইবা খাতুনের হাতাহাতির ঘটনা ঘটে। বায়েজিদ বাড়িতে গিয়ে জানালে তার স্বজনরা মাদরাসায় এসে নুসাইবাকে মারপিট করে।

এ সময় বাধা দিলে তারা শিক্ষকদের উপরও চড়াও হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে তারা চলে যান। কিন্তু পুনরায় রাতের বেলায় মাদরাসার শ্রেণীকক্ষে মানুষের মল ছিটিয়ে রাখার ঘটনা ঘটে। বায়েজিদের স্বজনরাই এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি মাদরাসা কর্তৃপক্ষের। এরপর গত ২৩ নভেম্বর স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসার উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত সমাধান হয়নি।

এতে পুনরায় সংঘাতের আশঙ্কায় শিক্ষকরা মাদরাসা খুলতে পারছেন না। ফলে গত ২৭ নভেম্বর থেকে মাদরাসায় বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন তাদের অভিভাবকরা।

মাদরাসার প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানের কাছে মোবাইলে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নিয়ে খুবই বিপাকে আছি। মাদরাসাও খুলতে পারছি না, পরীক্ষাও নিতে পারছি না। দ্রæত সমাধান না হলে শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়ে যাবে।

বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান ও মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মমিন আলী বলেন, ছোট শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে মাদরাসায় একটু ঝামেলা হয়েছে। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি। আশা করছি দ্রæতই সমাধান করে মাদরাসা খোলা ও পরীক্ষা নেয়া সম্ভব হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ