মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


আমিরাত ও সৌদির কাছে অস্ত্র বিক্রয়ে ইতালির নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইতালি সরকার ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন আরব জোটের আগ্রাসনের কারণে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করেছে। এই উদ্যোগকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করে ইউরোপীয় দেশগুলোর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ নজির বলে মন্তব্য করেছে।

পার্সটুডে’র এক প্রতিবেদনে জানা যায়, ইতালীর পররাষ্ট্রমন্ত্রী লুইজি ডি মাইও শুক্রবার স্থায়ীভাবে অস্ত্র বিক্রির নিষিদ্ধ করার কথা ঘোষণা করেন। এ সময় তিনি মানবাধিকার রক্ষা ও ইয়েমেনে রক্তপাত বন্ধের বিষয়ে রোমের প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন।

তিনি বলেন, ‘এটি এমন একটি পদক্ষেপ যাকে আমরা খুবই জরুরি বলে মনে করেছি এবং আমাদের দেশের পক্ষ থেকে শান্তি প্রতিষ্ঠার বার্তা দিয়েছি।’ তিনি আরো বলেন, মানবাধিকার রক্ষার ব্যাপারে ইতালি দৃঢ়প্রতিজ্ঞ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ