শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


নতুন দফতর খুলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আনুষ্ঠানিকভাবে তার নতুন দফতর খুলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাম দিয়েছেন, ‘অফিস অব দ্যা ফরমার প্রেসিডেন্ট’। এই দফতর থেকেই ট্রাম্পের ভবিষ্যত রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হবে বলে তার দফতর থেকে সোমবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়।

প্রকাশিত বিবৃতিতে বলা হয়, নতুন এই দফতর থেকে ‘যুক্তরাষ্ট্রের স্বার্থের উন্নতিতে ‘ ট্রাম্পের যোগাযোগ, বিবৃতি, জনসমাগমে অংশগ্রহণ ও আনুষ্ঠানিক কার্যক্রম চালানো হবে। বিবৃতিতে আরো বলা হয়, এই দফতর থেকেই ট্রাম্প প্রশাসনের নীতিমালা ও কর্মসূচির প্রচারণা ও জনসম্পৃক্তকরণের কাজ এগিয়ে নেয়া হবে।

প্রসঙ্গত, প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার এক সপ্তাহের মাথায় ট্রাম্প এই পদক্ষেপ নিলেন। এর আগে শুক্রবার ট্রাম্প জানিয়েছিলেন, কোনো না কোনো মাধ্যমে তিনি ফিরবেন। কিন্তু সে সময় তিনি স্পষ্ট করে কিছু বলেননি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ