শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


দুদকের মামলায় ওসি প্রদীপের জামিন ফের নামঞ্জুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাময়িক বরখাস্ত টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার দুপুর ১টার দিকে চট্টগ্রাম মহানগরের স্পেশাল দায়রা জজ মুহা. আশিকুর রহমানের আদালত এ আদেশ দেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদকের মামলায় দুপুর ১টার দিকে চট্টগ্রাম মহানগরের স্পেশাল দায়রা জজ মুহা. আশিকুর রহমানের আদালতে সাবেক ওসি প্রদীপ কুমার দাশ জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত সাবেক ওসি প্রদীপ জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ২৩ আগস্ট প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে দুদক সমন্বিত জেলা কার্যালয় ১-এ বাদী হয়ে মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মুহা. রিয়াজ উদ্দীন।

এ মামলায় ২৭ আগস্ট মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে প্রদীপ কুমার দাশকে গ্রেফতার দেখানোর আবেদন জমা দেয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ