শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


ঢাকায় হেফাজতে ইসলামের প্রেস ব্রিফিং আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁদপুর, ফটিকছড়ি ও কক্সবাজারে মাদরাসায় সন্ত্রাসী হামলা, শীর্ষ উলামায়ে কেরামের নামে মিথ্যাচার এবং ওয়াজ-মাহফিলে বাধাদানের ঘটনায় সাংগঠনিক বক্তব্য তুলে ধরতে প্রেস ব্রিফিং করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
.
আজ রোববার রাজধানী ঢাকার খিলগাঁও মাখজানুল উলূম মাদরাসায় হেফাজত মহাসচিবের কার্যালয়ে সকাল সাড়ে ১১টায় এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এতে উপস্থিত থাকবেন- হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূরুল ইসলাম জেহাদী, নায়েবে আমীর মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা মাহফুজুল হক, ড. আহমদ আবদুল কাদের, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল কারীম কাসেমী, মাওলানা শফিক উদ্দিন, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, অর্থসম্পাদক মুফতি মনির হোসাইন কাসেমী প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ