আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার কামরাঙ্গীরচরে দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদরাসার শিক্ষার্থীদের নতুন বর্ষের সবক প্রদান অনুুষ্ঠান গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এসময় মাদরাসার শিক্ষার্থীরা কুরআন তেলাওয়াত, মাসয়ালা-মাসায়েল, গজল পরিবেশন করেন।
পরে তাদের হাতে তুলে দেয়া হয়েছে পুরস্কার। ব্যতিক্রমধর্মী এ উদ্যোগে উচ্ছাসিত তারা। তাদের মতো অন্যান্য তৃতীয় লিঙ্গের মানুষরাও যেন ধর্মীয় শিক্ষা নিতে পারে সেজন্য এ ধরনের মাদরাসা আরও প্রতিষ্ঠার আশা করেন তারা।
তৃতীয় লিঙ্গের মানুষদের ধর্মীয় শিক্ষা দিয়ে এ উদ্যোগ নেয়া হয়েছে। মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুফতি আবদুর রহমান আজাদ জানান, বর্তমান ঢাকায় তাদের ১২টি কেন্দ্রে চালু আছে তাতে ১৭৫ জন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী পড়াশোনা করছেন। এরপর বিভাগ পর্যায় এই কার্যক্রম শুরু করা হবে।
তিনি আরও বলেন, রাসূল সা. যে দায়িত্ব আমাদের মাঝে দিয়েছেন সে দায়িত্ব বোধ থেকে আমরা তাদের পাশে এগিয়ে এসেছি।