শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে ভ্রাম্যমাণ আদালত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত।

গাজীপুর উপজেলার বানিয়ারচালা, শিরিরচালা, বাঘের বাজার এলাকার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহম্মেদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অবৈধ গ্যাস লাইন স্থাপন এবং অবৈধ গ্যাস সংযোগ প্রদানের মূল হোতা হযরত আলী হিরাকে ৭ দিনের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া উক্ত এলাকায় অবৈধভাবে স্থাপিত ১" ও ২" ব্যাসের ২.৫ কিলোমিটার পাইপ লাইনের সংযোগস্থলসহ ৩০০ মিটার পাইপ লাইন অপসারণ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ফলে প্রায় ৫০০টি বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হ।

যারা অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ করেছেন এবং যারা গ্রামের সাধারণ মানুষকে গ্যাসের প্রলোভন দেখিয়ে অনাকাঙ্ক্ষিত ভয়াবহ গ্যাস দুর্ঘটনা দিকে ঠেলে দিয়েছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া এখন থেকে গাজীপুর জেলা প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ