কাউসার লাবীব: একাধিক ইসলাহী মজলিসে যোগ দিতে টাঙ্গাইল যাচ্ছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সভাপতি ও আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর চেয়ারম্যান ও যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।
আজ (৫জানুয়ারি) মঙ্গলবার সকাল ১০ টায় টাঙ্গাইল যাওয়ার কথা রয়েছে। সেখানে সকাল ১০ থেকে যোহর পর্যন্ত জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম ধুলেরচর মাদরাসায় উলামায়ে কেরামের উদ্দেশ্যে আত্মশুদ্ধিমূলক বয়ান করবেন।
এছাড়া আল্লামা মাহমুদুল হাসান বিকেল ৩:৩০ মিনিট থেকে আছর পর্যন্ত এলেঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদে দাওয়াতুল হকে প্রোগ্রামে যোগ দিয়ে মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করবেন।
পাশাপাশি, ঘাটাইল শরাবাড়ি হামিউস সুন্নাহ মাদরাসায় বাদ মাগরিব এবং ঘাটাইল ইমাম-মোয়াজ্জিদের উদ্যোগে ইসলাহি মাহফিলে বাদ এশা বয়ান করবেন বলে জানা গেছে।
-এইচএ