শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


যান্ত্রিক ত্রুটি: ফায়ার সার্ভিসের টিএনটি নম্বর বন্ধ, মোবাইলে যোগাযোগ করার পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যান্ত্রিক ত্রুটির কারণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের হটলাইন টিএন্ডটি নম্বর বন্ধ রয়েছে। এমতাবস্থায় কোনো প্রকার দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের ঘটনায় মোবাইল নম্বরে যোগাযোগ করতে হবে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে যান্ত্রিক ত্রুটির কারণে হটলাইন নম্বরটি বিকল হয়ে পড়ে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মুহাম্মদ ফরহাদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ১টা ৫০ মিনিট থেকে আমাদের কন্ট্রোল রুমের হটলাইন টিএনটি নম্বরে কোনো ফোন আসছেও না, যাচ্ছেও না। যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। আশা করছি সকালের মধ্যেই ঠিক হয়ে যাবে।

তিনি আরও জানান, দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের মত ঘটনায় যোগাযোগ করুন এই নাম্বারে: ০১৭৩০৩৩৬৬৯৯, ০১৭১৩০৩৮১৮১, ০১৭১৩০৩৮১৮২ ও ০১৯৬৮৮৮১১১১।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ