শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


২৯ জানুয়ারি আল্লামা কাসেমী রহ. এর স্মরণসভা করবে জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব রাহবারে মিল্লাত আল্লামা নূর হোছাইন কাসেমী রহ., জমিয়ত সভাপতি আল্লামা আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ী রহ. ও জমিয়তের সিনিয়র সহ-সভাপতি আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর উদ্যোগে আয়োজন করা হবে।

আগামী বছরের ২৯ জানুয়ারি (শুক্রবার) বিকাল ২টায় রাজধানীর কাজী বশির মিলনায়তনে এ আলোজনা সভা অনুষ্ঠিত হবে।আজ ৩১ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে রাজধানীর বারিধারা মাদরাসায় অনুষ্ঠিত ‘আলোচনা সভা বাস্তবায়ন কমিটির বৈঠক’ থেকে শেষে এ তারিখ নির্ধারণ করা হয়।

বাস্তবায়ন কমিটির আহবায়ক ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহসভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক এর সভাপতিত্বে ও বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার পরিচালনায় অনুষ্ঠিত এ বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জমিয়তের সহ-সভাপতি আল্লামা আব্দুর রব ইউসুফী, মাওলানা জুনায়েদ আল হাবিব, ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী, মুফতি মুনির হোছাইন কাসেমী, অর্থ সম্পাদক মুফতি জাকির হোছাইন কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ