আওয়ার ইসলাম: রাজধানীর জামিয়া রাহমানিয়া আরাবিয়া মুহাম্মদপুর মাদরাসায় বুখারি শরিফের দরস দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাহমানিয়া মাদরাসার দাওরায়ে হাদিস মিলনায়তনে বুখারি শরিফের এ দরস দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা মাহফুজুল হক, মুফতি হিফজুর রহমান, মাওলানা মামুনুল হকসহ ঢাকার অনেক ওলামায়ে কেরাম।
জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসায় বুখারির দরস দিয়েছিলেন শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি। তার ইন্তেকালের পর বুখারি শরিফের দরস দেন আল্লামা আশরাফ আলী রহমাতুল্লাহি আলাইহি। বাংলাদেশের বিখ্যাত আলেমদের বুখারি শরিফের দরসের ধারাবাহিকতায় এবার দরস প্রদান করলেন হেফাজত আমীর ও দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী।
এমডব্লিউ/